অন্বয় মাজহার প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্যপ্রকাশ’ এর প্রধান নির্বাহী।
Published : 04 Dec 2024, 10:35 PM
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল অ্যাডুকেশনের পরীক্ষায় অংশ নিয়ে এবার ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ বিভাগে পুরস্কার পেয়েছেন প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের অন্বয় মাজহারসহ ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী।
ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয় বলে অন্যপ্রকাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মোট ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী এবার ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ হলেও অন্বয় মাজহার ব্যতিক্রম। অন্যদের অর্জন একটি বিষয়ে হলেও অন্বয় এই সম্মান অর্জন করেছেন একাধিক বিষয়ে। তিনি ম্যাথমেটিকস ও অ্যাকাউন্টিংয়ে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন।”
অন্বয় মাজহার ‘অন্যপ্রকাশ’ এর প্রধান নির্বাহী এবং পাক্ষিক ‘অন্যদিন’এর সম্পাদক মাজহারুল ইসলাম ও তানজিনা রহমান স্বর্ণার ছোট ছেলে। তিনি 'দ্য ম্যাজিকেল ওয়ার্ল্ড অব থাইল্যান্ড' নামে একটি ভ্রমণকাহিনী বইও লিখেছেন।
অন্যপ্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ সম্মান ‘আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লারনার অ্যাওয়ার্ডের’ অংশ। এ বছর মোট ৯৮ বাংলাদেশি শিক্ষার্থী এতে ১২১টি পুরস্কার লাভ করেন। ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারীকে এই পুরস্কার দেওয়া হয়।
“ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল অ্যাডুকেশন ১৬০ বছর ধরে পরীক্ষা চালিয়ে আসছে। ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড, হাই অ্যাচিভমেন্ট, টপ ইন কান্ট্রি এবং বেস্ট অ্যাক্রস’- এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।”
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল অ্যাডুকেশন ও ব্রিটিশ কাউন্সিল আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই মি জেমস গোল্ডম্যান এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সারওয়াত রেজা।