“কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে, ফলে কৃষকদের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে হাওর অঞ্চলে ৩৪ হাজার ৮২৫টি তালগাছ রোপণ করা হয়েছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
Published : 04 Feb 2025, 09:12 PM
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় যৌথভাবে নানা উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেছে বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
মঙ্গলবার স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতের বলা হয়, বন্যা ও খরার ঝুঁকি মোকাবেলায় সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর এলাকাসহ বরেন্দ্র অঞ্চলের কৃষকদের তারা সহায়তা করেছে। আরেকটি উদ্যোগের মাধ্যমে সুন্দরবনের ৫৬০ জেলের জীবনমান উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে।
সেইসঙ্গে কৃষকদের জলবায়ু সহনশীল বীজ, ৩৫৩ ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি, ফসল কাটার পর সংরক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণের সুযোগ দেওয়ার কথা বলছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কৃষির টেকসই আধুনিকায়ন এগিয়ে নিতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে, ফলে কৃষকদের দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে হাওর অঞ্চলে মানুষের জীবন-জীবিকার মান নিশ্চিত করতে ৩৪ হাজার ৮২৫টি তালগাছ রোপণ করা হয়েছে।
“বরেন্দ্র অঞ্চলে ২৮টি সৌরচালিত সেচ পাম্প বসানো হয়েছে। এতে কৃষকদের সেচ ব্যয় কমবে। পাশাপাশি সেচ পাম্পের পানি বণ্টনের মাধ্যমে নতুন আয়ের সুযোগ সৃষ্টি করবে। এই সমন্বিত উদ্যোগের আওতায় কৃষকরা টেকসই চাষাবাদ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ পাবেন।”
জেলেদের সহযোগিতার ব্যাপারে বিজ্ঞপ্তিতে বলা হয়, “৫৬০ জন জেলেকে মাছ ধরার উপযুক্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। জেলেদের প্রয়োজন অনুযায়ী বড় ইঞ্জিনচালিত নৌকা ও ছোট নৌকা সরবরাহ করা হয়েছে। গভীর সমুদ্রে ইলিশ ধরার জন্য ১০টি বড় নৌকা ও জাল এবং সুন্দরবনের খাঁড়ি বা নদীতে মাছ ধরার জন্য ৫৬টি ছোট নৌকা ও জাল দেওয়া হয়েছে।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান বিটপী দাস চৌধুরী বলেন, “দেশের অর্থনীতির মূলে রয়েছেন আমাদের কৃষক ও জেলেরা। আবার জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যেও তারা আছেন। সঠিক উপকরণ, তথ্য ও টেকসই উপায়ের মাধ্যমে আমরা তাদেরকে কেবল টিকে থাকায় সাহায্য করতে নয়, বরং আরও উন্নতির দিকে এগিয়ে নিতে চাই।”