এর আওতায় বার্জার এক্সপেরিয়েন্স জোন থেকে সেবা গ্রহণকারী গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন।
Published : 02 Jun 2024, 07:06 PM
গ্রাহকদের সুবিধার্থে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও প্রাইম ব্যাংক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
বুধবার প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে এ সমঝোতা সই হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বার্জার পেইন্টসের ’এক্সপ্রেস পেইন্টিং, ইলিউশন ও ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি’ সেবাগুলোতে অগ্রাধিকার ও আকর্ষণীয় ছাড় পাবেন।
একই সঙ্গে বার্জার এক্সপেরিয়েন্স জোন থেকে সেবা গ্রহণকারী গ্রাহকরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন; যা গ্রাহকদের স্বপ্নের বাসাকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রাকে আরও সহজ করে তুলবে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং ডিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী, ভিপি ও হেড অব সেলস মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কনজিউমার ব্যাংকিং ডিভিশনের কাস্টমার প্রোপোজিশনের প্রধান হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নেওয়াজ, হেড অব করপোরেট সেলস অ্যান্ড এক্সপেরিয়েন্স জোন সাব্বির আহমেদ, হেড অব হোম ডেকোর দেওয়ান মাহাবুবুল হাসান, ক্যাটাগরি ম্যানেজার সৈয়দ শরীফ রাসেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।