“বিনিয়োগ প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা হয়েছিল, আমরা পর্যালোচনা করে দেখছি,” বলছেন টেলিটকের মহাব্যবস্থাপক নুরুল।
Published : 07 Nov 2023, 03:18 PM
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডে ‘কৌশলগত বিনিয়োগের প্রস্তাব জমা দিয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
তাদের এই প্রস্তাব পেয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে তা যাচাই করে মতামত দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে টেলিটক।
সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে।
কমিটির সদস্য ও টেলিটকের মহাব্যবস্থাপক নুরুল মাবুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিনিয়োগ প্রস্তাবনা মন্ত্রণালয়ে জমা হয়েছিল। আমরা পর্যালোচনা করে দেখছি।”
সরকারি কোম্পানিতে এই বিনিয়োগ করতে চাওয়ার বিষয়ে বসুন্ধরা গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দেড় যুগ আগে ২০০৪ সালের ডিসেম্বরে টেলিটকের যাত্রা শুরু হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এখনও লাভের মুখ দেখতে পারেনি সরকারি কোম্পানিটি। টেলিটকের সর্বশেষ ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি চলতি মূলধন ঘাটতি রয়েছে ৬৩৮ কোটি ৬০ লাখ টাকার। এই সময়ে টেলিটক লোকসান গুনেছে ২২৩ কোটি ১০ লাখ টাকা। আগের ২০২০-২১ অর্থবছরে লোকসান দিয়েছিল ১৭৫ কোটি ৪৬ লাখ টাকা।
বেসরকারি তিনটি মোবাইল ফোন অপারেটরের তুলনায় টেলিটকের গ্রাহক সংখ্যা অনেক কম। আবার এর সেবার মান নিয়েও গ্রাহকের অসন্তোষ রয়েছে।
এ পরিস্থিতিতে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে টেলিটকে যুক্ত হতে চাইছে বসুন্ধরা গ্রুপ। এর মাধ্যমে একাধিক খাতে বিনিয়োগে থাকা গ্রুপটি টেলিকম ব্যবসায়ও নাম লেখাতে চাইছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)