কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
Published : 10 Nov 2024, 10:12 PM
কোনো ‘অনিয়ম’ হয়েছে কি না তা খতিয়ে দেখতে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদে ‘ফরেনসিক’ নিরীক্ষা চালাবে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়ার কথা বলেছেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
তবে এ নিরীক্ষা কোন প্রতিষ্ঠান চালাবে তা ঠিক করা হয়নি জানিয়ে তিনি বলেন, “সামনে ঠিক করা হবে। অফিসিয়ালি কোনো তথ্য নেই।”
ফরেনসিক নিরীক্ষা হল কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য খতিয়ে দেখা। কোম্পানিটিতে যদি কোনো জালিয়াতি বা অনিয়ম হয়ে থাকে তবে এ নিরীক্ষার মাধ্যমে খুঁজে বের করা সম্ভব। সাধারণত এ নিরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়লে তা আইনি পদক্ষেপ গ্রহণে ব্যবহার করা হয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) খাতে নানা বিষয়ে আলোচনায় থাকা নগদে প্রশাসক বসানো হয় অন্তর্বর্তী সরকারের সময়ে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের দায়িত্বে এসে আহসান এইচ মনসুর অগাস্টে ডাক বিভাগের এ ডিজিটাল লেনদেন সেবা তত্ত্বাবধানের দায়িত্ব দেন প্রশাসককে।
ফরেনসিক নিরীক্ষার বিষয়ে প্রশাসক বদিউজ্জামান দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আসলে এ সম্পর্কে জানি না। গভর্নর বলেছেন নিরপেক্ষভাবে নগদকে নিরীক্ষা করা হবে। সেভাবেই করা হবে বলে আমি মনে করি। নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়েই করা হবে।"
প্রশাসক নিয়োগের এক মাসের মধ্যে নগদ এ ‘ব্যবস্থাপনা পর্ষদ’ নিয়োগ দেওয়া হয়। যেটির চেয়ারম্যান করা বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদকে।
সেসময় বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়, ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের ভবিষৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণ এবং বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করে দেওয়া প্রশাসক ও তার সহায়ক দলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এ পর্ষদ গঠন করা হয়েছ।
ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর যাত্রা ২০১৯ সালের ২৬ মার্চ। শুরু থেকে বলা হয়, এটি বাংলাদেশ ডাক বিভাগের সেবা। তবে ডাক বিভাগের সঙ্গে অংশীদারত্ব এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এমএফএস সেবা দেওয়া নিয়ে শুরু করে আপত্তি ও সমালোচনার মুখে পড়ে কোম্পানিটি।
কার্যক্রম শুরুর পর সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ নিয়ে আপত্তি উঠতে থাকে। এ অবস্থায় নগদের কার্যক্রম পরিচালনার জন্য একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের নির্দেশনা দিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
ফরেনসিক নিরীক্ষার বিষয়ে নগদের জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার সন্ধ্যায় বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো রকমের তথ্য এখন পর্যন্ত নেই। তাই আমাদের পক্ষ থকে কোনো রকমের বক্তব্য নেই।“
নগদে এবার 'ব্যবস্থাপনা পর্ষদ' দিল বাংলাদেশ ব্যাংক