এর আগের সার্কুলারে প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও স্টাডি ট্যুরের লক্ষ্যে ব্যাংক কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রাখেকেন্দ্রীয় ব্যাংক।
Published : 19 Jan 2025, 08:59 PM
দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না; নিজ নিজ ব্যাংক থেকে অনুমোদন নিলেই চলবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
এর আগে গত ১১ জুন কিছু ক্ষেত্রে শিথিল করা হলেও প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও স্টাডি ট্যুরের লক্ষ্যে ব্যাংক কর্মীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়ে সার্কুলারে বলা হয়, “এখন থেকে দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণের নীতিমালা মেনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দেশের বাইরে যেতে পারবেন।”
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত ২০২২ সালে ডলার সংকটের পর ব্যাংক কর্মকর্তাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক।
“এরপর ধাপে ধাপে বিধিনিষেধ তুলে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেই ধারাবাহিকতায় এখন থেকে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ যাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কোনো রকমের অনুমোদন লাগবে না।”