বইপড়া-বিজ্ঞান চর্চায় অবদানের জন্য পুরস্কার পেল ‘বিকাশ’

সামাজিক দায়বদ্ধতা হিসেবে কর্মসূচি দুটি চালিয়ে আসছে এই এমএফএস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 04:45 PM
Updated : 27 Nov 2022, 04:45 PM

দেশজুড়ে স্কুলের শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচি এবং বিজ্ঞান উৎসব আয়োজনের জন্য দ্য ডেইলি স্টার ও সিএসআর উইন্ডো বাংলাদেশ আয়োজিত সেরা সিএসআর পুরস্কার পেয়েছে বিকাশ। 

শনিবার ঢাকার একটি হোটেলে এ পুরস্কার দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ। 

এতে বলা হয়, প্রথমবারের মত কোনো এমএফএস প্রতিষ্ঠান হিসেবে বিকাশ এই স্বীকৃতি পেল।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

এসময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে এ পর্যন্ত ২৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৬৩ হাজার ৭০০ বই দিয়েছে।

পাশাপাশি দেশের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির স্কুল শিক্ষার্থীদের জন্য ২০১৯ সাল থেকে বিকাশ দেশের বিজ্ঞান সাময়িকী ‘বিজ্ঞানচিন্তার’ সঙ্গে বিজ্ঞান উৎসব আয়োজন করছে।