দেশের ডিজিটাল ব্যবসার তরুণ উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার সময় এমন দাবি করেন নগদ এর সিইও।
Published : 19 Aug 2024, 07:24 PM
প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যে দেশে কয়েকশ কোটি টাকার বিনিয়োগ আনার দাবি করেছে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ। পাশাপাশি ডিজিটাল ব্যাংকে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ আসার দাবিও করেছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক।
মঙ্গলবার নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতাদের সঙ্গে রোববার ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় তানভীর এ মিশুক এসব তথ্য তুলে ধরেন।
দুই ঘণ্টার এ মতবিনিময় সভায় দেশের ডিজিটাল ব্যবসার তরুণ উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন নগদ সিইও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটা বিশ্বখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান নগদের মোবাইল আর্থিক সেবা এবং নগদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেছে। নগদে বিনিয়োগ করা কোম্পানির মধ্যে রয়েছে ফেইসবুক (মেটা), ভারতের পেটিএম-এর একটি সিস্টার কনসার্নসহ বিশ্বের নামকরা কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান। পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ অডিম ফার্ম ডেলয়েট নগদের দৈনিক লেনদেন অডিট করে থাকে।
সভায় নগদ সিইও অভিযোগ করেন, ”বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার ‘মনোপলি’ ভেঙে দেওয়ায় অপপ্রচারের শিকার হয়ে আসছে বিলিয়ন ডলারের স্টার্টআপ কোম্পানিটি। সম্প্রতি গণঅভ্যুত্থানে দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর নগদকে নিয়ে অপপ্রচারের মাত্রা আরও বেশি হয়েছে।”
নগদের বিপক্ষে বিভিন্ন ভাতা বিতরণের অভিযোগের বিষয়ে এক প্রশ্নে তানভীর এ মিশুক বলেন, “নগদ কাজ শুরু করার আগে সরকারের ভাতা বিতরণ প্রক্রিয়া ছিল অস্বচ্ছ এবং জবাবদিহিহীন। গ্রাহকদের ভাতা পেতেও ভোগান্তি ও অর্থ ব্যয় হত। স্বচ্ছতা এবং কম খরচের কারণে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নগদ সরকারের অনেক মন্ত্রণালয়ের ভাতা বিতরণের দায়িত্ব পেয়েছে। ফলে প্রতিপক্ষের অপপ্রচারের শিকার হয় প্রতিষ্ঠানটি।”
বিজ্ঞপ্তিতে নগদের কোনো দলীয় সংশ্লিষ্টতা না থাকার দাবিও তুলে ধরা হয়। কোম্পানির এমডি মিশুক বলেন, “আমরা ডাক বিভাগের সাথে চুক্তি করে কাজ করছি। আগের সরকারের সঙ্গে করেছি, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সঙ্গেও করছি, ভবিষ্যত সরকারের সাথেও করব।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৮ সাল পর্যন্ত ডাক বিভাগের সঙ্গে নগদের এ চুক্তি কার্যকর রয়েছে। ফলে নগদের মোট আয়ের ৫১ শতাংশ পাচ্ছে ডাক বিভাগ।