পর্যায়ক্রমে সারাদেশে এ কর্নার চালু করা হবে।
Published : 18 Jan 2024, 05:58 PM
জনসচেতনতা তৈরি করতে ‘ডায়াবেটিক কর্নার’ চালু করেছে দেশের অন্যতম চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
বৃহস্পতিবার কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডায়াবেটিস রোগীরা যাতে সহজেই নিজেদের প্রয়োজনীয় পণ্য পেতে পারেন, সেজন্য তাদের এই প্রয়াস।
প্রাথমিকভাবে গুলশান-১, গুলশান-২, বনানী এবং বসুন্ধরা এলাকার আউটলেটে এ সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে ডায়াবেটিক কর্নার চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রাহকরা এখান থেকে এসিআই নিউট্রিলাইফ লো জিআই রাইস, কোকাকোলা জিরো ক্যান, ইনসিউর ডায়াবেটিক কেয়ার, স্পেলান্ডা সুইটনার, কিষোয়ান সুগার ফ্রি বিস্কুট, আইকো সুগার ফ্রি ক্র্যাকার্স, কোয়েকার ওটস, ওয়েল ফুড সুগার ফ্রি টোস্ট, জিরো ক্যাল সুইটনারসহ নানা ধরনের ডায়বেটিস পণ্য কিনতে পারবেন।
গুলশান ১ আউটলেটে ‘ডায়াবেটিক কর্নার’ উদ্বোধন করে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আনিস উদ দৌলা বলেন, এই কর্নারে শুধু এসিআই নয়, সব কোম্পানির পণ্যই পাওয়া যাবে।
“ডায়াবেটিস রোগীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে পাওয়া উচিত। আমি একজন ডায়াবেটিস রোগী হওয়ায় জানি, কতটা সময় লাগে ডায়াবেটিসের খাবার কিংবা অনান্য প্রয়োজনীয় জিনিস খুঁজতে।”
এসময় স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।