হোন্ডার ‘ইয়ং ইঞ্জিনিয়ার’ অ্যাওয়ার্ড পেলেন ৪ তরুণ

পুরস্কৃতরা জাপানে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহযোগিতা পাবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 10:11 AM
Updated : 1 June 2023, 10:11 AM

দেশের চার তরুণ প্রকৌশলীকে ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড’ দিয়েছে হোন্ডা ফাউন্ডেশন ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

বুধবার বিকালে ঢাকার একটি হোটেলে বিজয়ীদের প্রত্যেককে তিন হাজার ডলার, মেডেল ও সনদ দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পুরস্কৃতদের জাপানে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আর্থিকভাবে সহযোগিতা করবে হোন্ডা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত, অভিনেতা লেখক ও সিভিল ইঞ্জিনিয়ার আবুল হায়াৎ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, হোন্ডা ফাউন্ডেশনের সভাপতি হিরোতো অসিদা, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও শিগেরু মাৎসুজাকি, একমাত্রা সোসাইটির উপদেষ্টা হিরোকি ওয়াতানাবে উপস্থিত ছিলেন।

হোন্ডা বাংলাদেশ দেশের তরুণ প্রকৌশলীদের উৎসাহ দিতে ২০১৯ সাল থেকে পুরস্কৃত করে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।