রোজা: ‘কম দামে’ মাংস ও ডিম বিক্রি করবে সরকার

ঢাকার ৩০টি স্পটে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। রোজার ঈদের আগের দিন পর্যন্ত এগুলো বিক্রি অব্যাহত থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2024, 08:25 AM
Updated : 4 March 2024, 08:25 AM

রোজার মাস সামনে রেখে আগামী ১০ মার্চ থেকে ঢাকার ৩০টি জায়গায় ‘স্বল্প মূল্যে’ গরু, খাসি ও মুরগির মাংস এবং ডিম বিক্রি করবে সরকার।

সোমবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ৬০০ টাকা কেজিতে গরুর মাংস, ৯০০ টাকা কেজি দরে খাসির মাংস, ড্রেসড ব্রয়লার মুরগি ২৮০ টাকা কেজি এবং প্রতিটি ডিম সাড়ে ১০ টাকা করে বিক্রি করা হবে।

মাঝে কিছুদিন কম থাকলেও ঢাকার বাজারে গরুর মাংসের দাম বেড়ে এখন প্রতি কেজি ৭৫০-৮০০ টাকায় উঠেছে। প্রতি কেজি খাসির মাংস ১১০০-১২০০ টাকায় এবং প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতিটি ডিমের দাম পড়ছে ১২ টাকার মত।

এই হিসাবে সরকারি ব্যবস্থাপনায় এসব পণ্য কিনলে কিছুটা সাশ্রয় হবে।

মন্ত্রী জানান, ঢাকার ৩০টি স্পটে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। রোজার ঈদের আগের দিন পর্যন্ত এগুলো বিক্রি অব্যাহত থাকবে।