এমএফএসের অপব্যবহার ঠেকাতে রাঙ্গামাটি পুলিশ ও বিকাশের কর্মশালা

অপরাধীদের অবৈধ কার্যক্রম সম্পর্কিত তথ্য ব্যবহার করে কীভাবে তাদের শনাক্ত করা যায় কর্মশালায় তা আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 01:55 PM
Updated : 9 March 2023, 01:55 PM

মোবাইল ফোনে আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা হয়েছে রাঙ্গামাটিতে।

বৃহস্পতিবার বিকাশের আয়োজনে ওই কর্মশালায় জেলা পুলিশের প্রায় ১২০ জন তদন্ত কর্মকর্তা অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিকাশ।

দেশজুড়ে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জেলার পর বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পলওয়েল পার্ক অ্যান্ড কটেজের অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালায় অপরাধীদের অবৈধ কার্যক্রম সম্পর্কিত তথ্য ব্যবহার করে কীভাবে তাদের শনাক্ত করা যায় এবং বিচারের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কর্মশালায় রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু এবং বিকাশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট এফ এম তন্ময় খান উপস্থিত ছিলেন।