“আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা রুপিতে কিনতে পারলেও এখন ৬০ টাকা রুপিতে কিনতে হচ্ছে”, বলেন এক আমদানিকারক।
Published : 30 Oct 2023, 05:07 PM
দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভারত থেকে আনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, যা গত শনিবারও ছিল ৮০ টাকা।
ভারতে রান্নার উপকরণটির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে জানিয়ে এক ব্যবসায়ী আমদানি শুল্কে ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সোমবার হিলি বন্দরে পাইকারী ব্যবসায়ীদের সমাগম অন্য দিনের মতই। তবে দাম শুনে ব্যবসায়ীরা পেঁয়াজ কেনা নিয়ে দোটানায় থাকার কথা জানিয়েছেন।
সিরাজগঞ্জ থেকে আসা সাধন ঘোষ জানান, গত শনিবার তিনি ভারত থেকে আসা পেঁয়াজ কিনেছিলেন ৮০ টাকা কেজি দরে। আজকে (সোমবার) দাম চাচ্ছে ১০০ টাকা করে। এরপর পরিবহন খরচও আছে।”
পাবনা থেকে আসা হারুণ মিয়া বলেন, “কালকে কিনলাম এক দামে আর আজকে আরেক দাম। অথচ এসব পেঁয়াজের এলসি অনেক আগেই করা। তারপরও ৯৮ টাকা কেজি দরে এক ট্রাক পেঁয়াজ কিনলাম খুব রিস্কের উপরে। জানি না কপালে কী আছে।”
আমদানিকারক ব্যবসায়ী বাবলু মিয়ার বলেন, “ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। যার কারণেই দাম বেড়েছে। এটাতে আমাদের কোনো হাত নাই।
“সরকার যদি কেজিপ্রতি ৯ টাকা রাজস্ব মাফ করে দেয়, তাহলে কিছুটা দাম কমবে।”
হিলি আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি সভাপতি হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে যে পেঁয়াজগুলো বন্দরে প্রবেশ করেছে সেগুলো আগের এলসিতে কেনা হলেও ভারতেই দাম বেড়ে যাওয়ায় হিলিতেও দাম বেড়েছে।
“আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা রুপিতে কিনতে পারলেও এখন ৬০ টাকা রুপিতে কিনতে হচ্ছে। সঙ্গে রাজস্ব, পরিবহন এবং অন্যান্য খরচ আছে।”