‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের’ উদ্যোগে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটালের সহযোগিতায় পুরো অক্টোবর মাস জুড়ে ফ্রি ব্রেস্ট ক্যান্সার চেকআপের আয়োজন করা হয়েছে।
Published : 27 Oct 2024, 07:16 PM
ব্রেস্ট ক্যান্সার শনাক্ত ও সচেতনতা বাড়াতে শিল্পগোষ্ঠী মেঘনা গ্রপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ পিংক দিবস পালন করেছে।
প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপতিতে জানিয়েছে, রোববার এমজিআইর কর্মকর্তা ও কর্মচারীরা পিংক টি-শার্ট পরে ছবি একটি ক্যাপশনসহ ফেইসবুকসহ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
এ বছর ক্যাম্পেইনটির মূল প্রতিপাদ্য ছিল- ‘একটি চেক-আপ আর দেরি নয়, ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়’।
বিশ্বব্যাপী প্রতি বছর অক্টোবর মাসটিকে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়, যা ‘পিংক অক্টোবর’ হিসেবেও আখ্যা দেওয়া হয়। মাসটির মূল প্রতিপাদ্য হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা।
সংবাদ বিজ্ঞপতিতে বলা হয়, ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ কয়েক বছর ধরেই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও শনাক্তকরণে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
এর অংশ হিসেবে ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের’ উদ্যোগে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটালের সহযোগিতায় পুরো অক্টোবর মাস জুড়ে ফ্রি ব্রেস্ট ক্যান্সার চেকআপের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি, ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সবাইকে সঠিকভাবে সচেতন করতে ফ্রেশ অনন্যা সম্প্রতি একটি ওয়েবসাইট চালু করেছে। যেখানে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সকল তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের’ এই সচেতনতামূলক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিজ নিজ কর্মস্থলে পিংক টি-শার্ট পরে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।