২০১৯ সালের প্রতিষ্ঠা হওয়ার কয়েক মাস বাদেই এক কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করে নগদ।
Published : 10 Jul 2023, 06:36 PM
মাত্র চার বছরেই আট কোটি গ্রাহক পাওয়ার কথা জানিয়েছে মোবাইলে আর্থিক সেবার অন্যতম কোম্পানি ‘নগদ’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, এই অর্জন এবং নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবালের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসায় নগদের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়।
এ সময় তামিম ইকবাল বলেন, “আমি নগদ পরিবারেরই একজন সদস্য। এত কম সময়ে নগদ ৮ কোটি গ্রাহক অর্জন করেছে, এটা বিস্ময়কর ব্যাপার। তবে আমার নগদ পরিবারের ওপর আস্থা আছে। আশা করি, আরও দ্রুততর সময়ের মধ্যে আমরা দ্বিগুণ গ্রাহকের পরিবারে পরিণত হব।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২৬ মার্চ ‘নগদ’র প্রতিষ্ঠা হয়।পরের বছরের জানুয়ারিতেই এক কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করে কোম্পানি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে নগদ ছয় কোটি ও ডিসেম্বরে সাত কোটির মাইলফলক পেরিয়ে যায়। আর এই দফায় আট কোটি গ্রাহকের মাইলফলক পেরিয়ে নগদ এখন দেশের সবচয়ে বেশি গ্রাহকের মোবাইল আর্থিক সেবা কোম্পানিতে পরিণত হয়েছে।
এ চার বছরে নগদ গড়ে প্রতিদিন প্রায় ৫১ হাজার গ্রাহক অর্জন করেছে এবং দৈনিক গড় লেনদেন ১২০০ কোটি টাকা বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “গত চার বছর গ্রাহকদের যে ভালোবাসা আমরা পেয়ে আসছি তা আমাদের নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন এবং সেবার পরিসীমা বিস্তৃত করতে উৎসাহিত করছে। আমরা চাই, দেশের সকল মানুষের সব আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে।এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নতিতে অবদান রাখবে নগদ।”