দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে ‘থামস-আপ’ দেখাচ্ছেন। দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না।
Published : 28 Nov 2024, 01:02 AM
ঢাকাই চলচ্চিত্রের দুই খান- শাকিব খান ও আমিন খান। তারকা দুই অভিনেতাই দর্শকদের কাছে জনপ্রিয়।
বহু বছর পর একসঙ্গে একই ফ্রেমে ধরা পড়লেন তারা। একটি ফটোতে দেখা গেল, দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে ‘থামস-আপ’ দেখাচ্ছেন। দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না।
হঠাৎ এত বছর পর কেন শাকিব খান ও আমিন খান ‘একত্র হয়েছেন’, কিংবা আগামীতে রূপালি পর্দায় বা কোনো কাজে ‘একসঙ্গে’ তাদের দেখা যাবে কি না, তা নিয়ে শুরু হয়েছে ফিসফাঁস।
প্রায় দুই যুগ আগে একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের এই দুই তারকা। তাদের অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
শাকিব খান এখন ঢালিউডে রাজত্ব করে বেড়াচ্ছেন মহাতারকার খ্যাতি নিয়ে। আর প্রায় এক যুগ ধরে সিনেমায় অনিয়মিত আমিন খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন। তবে ওয়ালটনের দু’একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।
শাকিব খান ও আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন হিম্মত, ফুল নেব না অশ্রু নেব, সমাধি।
ডিসক্লেইমার
এটি একটি বিজ্ঞাপনী বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।