এসএমই খাতের নীতি সংস্কার ও তহবিল বাড়ানোর দাবি তুলেছে সংগঠনটি।
Published : 07 Jun 2024, 12:32 AM
মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ আর স্থিতিশীল অর্থনীতির জন্য সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে কেন্দ্রীয় ব্যাংককে পরামর্শ দিয়েছে অামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী আশা করছেন, তার নতুন বাজেট বাস্তবায়ন করতে পারলে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে আটকে রেখেই ৬.৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পাওয়া সম্ভব হবে।
বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, “মূল্যস্ফীতি মোকাবিলার জন্য একটি সামগ্রিক পদ্ধতির প্রয়োজন, যা আর্থিক ও রাজস্ব নীতির সমন্বয়ে অংশীজনদের সম্পৃক্ততা এবং সহযোগিতায় দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির কাঠামো ঠিক রাখতে কার্যকর হবে।”
অফশোর ব্যাংকিং ইউনিটে ফরেন কারেন্সি টার্ম বা ফিক্সড ডিপোজিট সেবা চালু, এসএমই খাতের নীতি সংস্কার ও তহবিল বাড়ানো, করমুক্ত আয়ের সীমা প্রস্তাব পুনর্বিবেচনা, ইপিজেড এবং হাইটেক পার্কে ১ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানানো হয়েছে অ্যামচেমের বিবৃতিতে।