সাধারণ ও প্রি-পেইড বৈদ্যুতিক মিটারের মধ্যে শুল্ক সমন্বয়ের প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী
Published : 06 Jun 2024, 07:15 PM
ল্যাপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহার করায় কমতে পারে এই প্রযুক্তি পণ্যের দাম। ভ্যাট প্রত্যাহার করা হয়েছে উড়োজাহাজের ইঞ্জিন ও প্রপেলার আমদানিতেও।
বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে গিয়ে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, “বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ স্লোগান বাস্তবায়নের উদ্দেশ্যে ল্যাপটপ পণ্যটি দেশীয় ভোক্তাদের নিকট সহজলভ্য করতে এবং নকল বা রিফার্বিশড ল্যাপটপ ক্রয়ের মাধ্যমে প্রতারণার হাত থেকে ক্রেতাদের রক্ষা করতে ল্যাপটপ এর আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করার প্রস্তাব করছি। একই সঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহার করার সুপারিশ করছি। এতে সর্বমোট করভার ৩১ শতাংশ থেকে কমে ২০.৫০ শতাংশে এ গিয়ে দাঁড়াবে।”
দেশীয় বিমান সংস্থাকে প্রতিযোগিতায় সামনে এগিয়ে নিতে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করে অর্থমন্ত্রী বলেন, “বর্তমান বাস্তবতায় বিভিন্ন কারণে দেশীয় বিমান পরিচালনাকারী সংস্থাগুলো বিদেশি সংস্থাগুলোর তুলনায় প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে।
“এমতাবস্থায়, এভিয়েশন খাতের উত্তরণকল্পে এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় এয়ারক্রাফট ইঞ্জিন ও প্রপেলারের ওপর আমদানি পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর প্রত্যাহার করার প্রস্তাব করছি।”
শিল্পের অত্যাবশ্যকীয় মূলধনি যন্ত্রপাতি চিলার-এর করভার কমানোর প্রস্তাব দিয়ে তিনি বলেন, “এ সকল চিলারের আমদানির ক্ষেত্রে কিছুটা উচ্চ করভার প্রযোজ্য রয়েছে যা শিল্পায়নের অন্তরায়।
“বর্ণিত অবস্থায় শিল্পে বহুল ব্যবহৃত বিবেচনায় ৫০ টন বা তদূর্ধ্ব ক্ষমতার চিলার আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ ও অগ্রিম আয়কর বাদে অন্য সব কর মওকুফ করার সুপারিশ করছি।”
সাধারণ ও প্রি-পেইড বৈদ্যুতিক মিটারের মধ্যে শুল্ক সমন্বয়ের প্রস্তাব দিয়ে মাহমুদ আলী বলেন, “আমদানিকৃত সাধারণ কিলোওয়াট মিটার এবং প্রি-পেইড কিলোওয়াট আওয়ার মিটার-এর মাঝে মোট করভারে পার্থক্য বিদ্যমান যা সমান হওয়া যৌক্তিক।
“সে বিবেচনায় প্রি-পেইড কিলোওয়াট আওয়ার মিটার ও অন্যান্য ইলেকট্রিক মিটারের আমদানি শুল্ক ২৫ শতাংশ এবং প্রি-পেইড কিলোওয়াট মিটার পার্টস ও অন্যান্য ইলেকট্রিক মিটার পার্টসের আমদানি শুল্ক ১৫ শতাংশ ধার্য করার সুপারিশ করছি।”