কচুরিপানা ভরা বড়বিলা বিল হারাচ্ছে শাপলা-পদ্ম

কচুরিপানা আটকে রাখার ফলে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

মো. আল-আমিনমো. আল-আমিননাগরিক সাংবাদিক
Published : 10 July 2023, 12:33 PM
Updated : 10 July 2023, 12:33 PM

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা বিল অনেকের কাছে চেনা হয়ে ওঠে পদ্মবিল নামে। কিন্তু এখন কচুরিপানা ছড়িয়ে গিয়ে নষ্ট করেছে বিলের সৌন্দর্য ও জীববৈচিত্র্য।

বছর দুয়েক আগেও ভরা বর্ষায় বিলের টইটম্বুর জলে ফুটে থাকত অসংখ্য শাপলা ও পদ্ম ফুল। ছোট নৌকা করে বিলে ভেসে চারিদিকে  শাপলা ও পদ্মের মাঝে নানা ভঙ্গিমায় ছবি তুলতেন দেশের নানা অঞ্চল থেকে আসা পর্যটকরা।

এখন সেই বিল দখল করে নিয়েছে কচুরিপানা ।

কচুরিপানার বিস্তারে পদ্মা ও শাপলা ফুলের গোড়া পচে দূষিত হচ্ছে বিলের পানি। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে দেশীয় নানা প্রজাতির সুস্বাদু মাছ।

বিলে নৌকা নিয়ে আগের মত ঘুরতে পারছেন না দর্শনার্থীরা। এতে মাঝিদের আয়ে ভাটা পড়েছে।

বাঁশ দিয়ে জাল পেতে কচুরিপানা আটকিয়ে রাখার কারণেই বিলের অবস্থা এমন  বলে জানালেন স্থানীয়দের অনেকে।

৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুক্তা বলেন, ”প্রতি বছর এভাবে জাল পাতা হয় যাতে বিলের মাছ উজানে চলে যেতে না পারে।”

স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন , কচুরিপানা আটকে রাখার ফলে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ”বাঁশ দিয়ে জাল পেতে কচুরিপানা আটকিয়ে রাখা যাবে না ।

"আমরা মন্ত্রণালয়ে লিখেছি যাতে বাঁশের বাঁধ দ্রুত অপসারণ করা হয়।”

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।