জার্মানির হামবুর্গ শহরে বাংলাদেশিদের ঈদ

ঈদের নামাজ শেষে মিষ্টি ও খেজুর দেওয়া হয় সবাইকে।

শ্রাবণ রহমানশ্রাবণ রহমাননাগরিক সাংবাদিক
Published : 22 April 2023, 11:07 PM
Updated : 22 April 2023, 11:07 PM

ইউরোপের অন্য দেশগুলোর মতো জার্মানির পোর্ট সিটি খ্যাত হামবুর্গ শহরে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।

রৌদ্রোজ্জ্বল সকালে হামবুর্গের খোলা মাঠে শুরু হয় ঈদের জামাত।

হামবুর্গ শহরে থাকা প্রবাসী বাংলাদেশিরা অন্যান্য দেশের মুসলিম ধর্মালম্বীদের সাথে ঈদের জামাতে অংশ নেন।

এই ঈদের জামাতে বিভিন্ন দেশের হাজারখানেক মানুষ এক সঙ্গে নামাজ পড়েন।

ছেলেদের পাশাপাশি মেয়েরাও ঈদের জামাতে অংশ নেন ।

ঈদের নামাজ শেষে মিষ্টি ও খেজুর দেওয়া হয় সবাইকে।

হামবুর্গ শহরে থাকা প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ।  

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।