Published : 11 Jan 2012, 07:47 PM
আনন্দের জোয়ারে ভাসছে সারা পৃথিবীর বাঙালিরা । আজ যেন তাদের আরেকটি মুক্তি ! মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, লুট আর অগ্নিসংযোগের নায়ক কুখ্যাত খুনি, পাকিস্তানের দালাল, ইসলামের দুশমন, রাজাকার গোলাম আযম গ্রেফতার হওয়ায় উৎফুল্ল সারা দেশবাসী… আর অন্যদিকে গণতন্ত্রের প্রতি আস্থাহীন, ইসলাম বিরোধী সন্ত্রাসী সংগঠন জামাত-শিবিরের কর্মীরা তাদের মূল সন্ত্রাসী সংগঠনগুলোর আদলে সন্ত্রাসী হামলা করতে অপঃততপরতা চালিয়ে যাচ্ছে… সবাইকে সতর্ক ও যে কোন নৈরাজ্য শক্ত হাতে দমনের পরামর্শ দেয়া হচ্ছে…