দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়।
Published : 14 Jun 2023, 10:12 AM
জাতীয় পুষ্টি সপ্তাহ শেষে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা সভা এবং কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সেমিনার, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে।
৭ জুন থেকে ১৩ জুন সপ্তাহব্যাপী এই কর্মসূচী আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাস্টেইনেইবল এগ্রিকালচারের নিউট্রিশন ইন সিটিইকোসিস্টেমস (নাইস) প্রজেক্টের সহযোগিতায় এই কর্মসূচী বাস্তবায়ন করে দিনাজপুর সিভিল সার্জন অফিস।
১৩ জুন বিকাল ৪টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেজানুল ইসলাম কাফী ও দ্বিতীয় স্থান অধিকারী উত্তর বালুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আফরিন মায়া।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আলী ফায়জুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌমি শাহা আক্তার মীম ও দ্বিতীয় স্থান অধিকার করেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলি আক্তার মুন।
উপস্থিত বক্তৃতায় স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থানে রয়েছে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান মোহাম্মদ আলী ফায়জুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
পুরস্কার পর্ব শেষে শিক্ষার্থীদের মাঝে খাদ্য পুষ্টির নিউট্রিশিন প্যাকেজ বিতরণ করেন সিনজেন্টা ফাউন্ডেশন নাইস প্রজেক্টের পক্ষে দিনাজপুরের ইয়াং প্রফেশনাল গায়েত্রী নারী।
আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা (ইউনিকোডে)/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান [email protected] ঠিকানায়।
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি [email protected] ঠিকানায় ইমেইল করুন।