তালতলায় খুঁড়ে রাখা হয়েছে কবর

বোরহান বিশ্বাস
Published : 3 April 2020, 12:19 PM
Updated : 3 April 2020, 12:19 PM

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ মারা গেলে খিলগাঁও-তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত ঘোষণা করেছিল ঢাকার দুই সিটি করপোরেশন। পরে এই ঘোষণা নিয়ে এলাকাবাসী আপত্তি জানালেনও ঢাকায় নভেল করোনাভাইরাসে মৃত একজনকে খিলগাঁওয়ের তালতলা কবরাস্থানে দাফন করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে তালতলা কবরস্থানে গিয়ে দেখা যায়, ঝিলপাড়ের শেষ প্রান্তে ২০টি কবর খুঁড়ে রাখা হয়েছে।

এখানে কারো কারো  সাথে কথা বলে জানতে পারলাম, কভিড-১৯ রোগে মৃতদের দাফন করতে এই কবর ব্যবহার করা হতে পারে।