Published : 24 Nov 2016, 04:41 PM
"চারা গাছে লতুন পাতি সবুজ বরণ টিলা লো,
সবুজ বরণ টিলা,
ঘুচনি মারি কুদাল মারি, মারি ছারা ছারিলো।
সায়েব দিলো রঙিন সাড়ি, বাবু দিলো ধুতি লো
বাবু দিলো ধুতি।"- চা শ্রমীকদের আঞ্চলি গানের কথা।
সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়ে। দেশের মোট চায়ের ৯০ শতাংশই উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুঁড়ির দেশ বলা হয়। মালনীছড়া এবং লাক্ষাতুড়া চা বাগান দুইটিই সিলেট শহরের উপকন্ঠে অবস্থিত। শহরের কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্ট হতে গাড়ীতে মাত্র ১৫ মিনিটের পথ। সিলেটের ঐতিহ্যবাহি মালনীছড়া চা বাগান থেকে তোলা। ছবি-সুমন দে।