Published : 19 Jun 2016, 09:37 PM
নারায়নগঞ্জ বন্দর থানাধীন চৌড়াপাড়া সোমবাড়িয়া বাজার সংলগ্ন গুদারাঘাটের সাথেই ভাসমান ডকইয়ার্ডটি অবস্থিত ৷ বহু প্রাচীন এই ডকইয়ার্ডটি ৷ এরকম আর একটা ডকইয়ার্ড আছে বরিশাল বিভাগে ৷ এটি পানির উপরে ভাসমান, আবার পানি দ্বারা'ই সকল ক্ষমতা ৷ পাম্পের সাহায্যে পানি ভিতরে ভরে এটিকে ডুবানো হয়, আবার পাম্পের সাহায্যে পানি সেঁচে এটিকে জাগানো হয় ৷