Published : 03 Jun 2016, 01:06 AM
আমাদের বিজ্ঞ বিজিবি প্রধান মনে করেন যে, ভারত থেকে গরু না আসলে বিচারবহির্ভূত সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে। থামেন ভাই!
# ঘাস কাটতে গিয়ে বা মাঠে কাজ করার সময় কৃষক কিভাবে খুন হয়?
# অপরাধী ধরার নামে বিএসএফ সদস্যরা কিভাবে বাংলাদেশের গ্রামে ঢুকে এলোপাথারি গুলি চালায়?
# এদেশের যুদ্ধাপরাধী, জঙ্গি ও প্রভাবশালী রাজনৈতিক নেতারা কিভাবে বিনা বাধায় সীমান্ত পার হয়?
# নারী ও শিশু, সোনা, মাদক, অস্ত্র, জালটাকা ইত্যাদি কিভাবে পাচার হয়?
# আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ কিভাবে মারনাস্ত্র ব্যবহার করে চলছে?
# বাংলাদেশের স্বরাষ্টমন্ত্রী কেন বলেন বিএসএফ শুধুমাত্র আত্মরক্ষার্থে গুলি করে?
# আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেন বলেন যে, সীমান্তে হত্যা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এটা বড় কোন বিষয় না!
সম্পর্কিত নোটঃ ভারত প্রায় সব কটি প্রদেশে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করলেও রপ্তানী বন্ধ করেনি। কমদামে পাওয়ার আশায় বাংলাদেশী ব্যবসায়িরা অবৈধভাবে গরু আনায় ভারত বৈদেশিক মুদ্রা হারাচ্ছে, তবে বিএসএফ – বিজিবির কর্মকর্তা ও সদস্যরা লাভবান হচ্ছে। ভারত গত বছর থেকে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশে গরুর মাংসের দাম এখন দ্বিগুনের বেশী। এই আকাশচুম্বী দাম কমাতে দেশে গরু-মহিষের সংখ্যা বাড়ানো জরুরি।