Published : 12 Jun 2012, 02:53 PM
রাস্তার বিলবোর্ড গুলো থেকে দেশীয় মডেলরা হারিয়ে যাচ্ছে। যে দিকে তাকাই সব বিদেশী মডেল, দেশী প্রোডাক্ট অথছ বিদেশী মডেল দিয়ে বিজ্ঞাপিত হচ্ছে। জনমনে প্রশ্ন হচ্ছে দেশে কি সুদর্শন পুরুষ, আর সূন্দরীদের আকাল পড়েছে?
কিছু বহুজাতিক কর্পোরেট আগেও একাজ করতো। কিন্তু ভোক্তাদের মাঝে পরিচিত ও জনপ্রিয় মডেল না হলে তারা বিদেশী মডেল ব্যাবহার করতো না, এমন কি উন্নত প্রযুক্তির অনেক ব্যয়বহুল বিজ্ঞাপনের ক্ষেত্রেও না।
কিন্তু এখন একটা বড় সুবিধা হচ্ছে, নিয়মিত প্রতিবেশী দেশের নাটক, সিনেমা দেখার ফলে ওই সব মডেলগুলো আমাদের দেশের ভোক্তার কাছে অনেক পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে দেশের মডেলদের কাজ কমে যাচ্ছে দিনে দিনে। এতে মডেলিং পেশায় মানুষ আসা কমে যাচ্ছে। হয়তো এমন দিন আসবে দেশে আর কোনও মডেল খুঁজে পাওয়া যাবে না।
জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক, আমরা এখন খোলা আকাশ সংস্কৃতির ফসল পেতে শুরু করেছি।