বৈদ্যুতিক গোলযোগ সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Published : 19 Jul 2023, 09:43 AM
ঢাকার মহাখালীর একটি গ্যারেজ আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার পৌনে রাত ১টার দিকে রসুলবাগের পেট্রোল পাম্প গলির ওই গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শিমুল মোহাম্মদ রাফি বলেন, সনজয় কাদের নামে এক ব্যক্তি ওই আধাপাকা গ্যারেজের মালিক।
“বৈদ্যুতিক গোলযোগ সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে গ্যারেজে থাকা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।”