তিনি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
Published : 16 Oct 2023, 12:38 AM
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করা এম ইনায়েতুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। পরে ১৯৮৬ সালে জজ কোর্টে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।
তিন বছর পর হাই কোর্ট বিভাগে এবং তারপর ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ইনায়েতুর রহিম। অতিরিক্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্ট বিভাগে যোগ দেওয়ার পর ২০১১ সালে স্থায়ী হন বিচারপতি এম ইনায়েতুর রহিম। হাই কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন ২০২২ সালের ৯ জানুয়ারি।