প্রকাশনার সঙ্গে যারা যুক্ত তারা অসাধারণ কাজ করছেন, বলেন তিনি।
Published : 05 Aug 2023, 07:35 PM
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বই প্রকাশনা শুধু ব্যবসা নয়। এটি অন্তরের সঙ্গে যুক্ত এবং এ পেশায় আত্মার সঙ্গে সম্পর্ক না থাকলে কেউ বইয়ের ব্যবসা করে না।
শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এখানে যারা আছেন তাদের এই ব্যবসার প্রতি আলাদা ভালোবাসা আছে। তা না হলে অন্য কোন ব্যবসা করতে পারতেন।
“পেটের ক্ষুধা নিয়ে অন্য পেশায় যুক্ত না হয়ে অনেকে বইয়ের পেশায় যুক্ত থেকেছেন। এটি কিন্তু মানসিক শক্তি না থাকলে করতে পারতেন না।“
প্রকাশনার সঙ্গে যারা যুক্ত তারা অসাধারণ কাজ করছেন মন্তব্য করে তিনি বলেন, এ পেশায় থাকাও এক ধরনের গর্বের।
মোস্তাফা জব্বার বলেন, “আমি ১৯৮৭ সালের ২৮ এপ্রিল প্রথম কম্পিউটারের বোতাম স্পর্শ করেছিলাম। আমি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র না এবং বুয়েটে কোনো কারিগরি বিদ্যা অর্জন করিনি। আমার এখন অস্বস্তি কেটে গেছে। এক সময় লোকজন মনে করত আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং সেজন্য কম্পিউটার নিয়ে কাজ করতে পারি।
“পরে যখন জেনেছে আমি বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র তখন অবাক হয়েছে। কেউ কেউ আবার ব্যঙ্গ-বিদ্রুপও করে বলেছে-বাংলায় পড়ে কীভাবে কম্পিউটার জানি। আমি এখন আর সেই অস্বস্তিতে ভুগি না। কারণ বাংলা পড়ে যদি দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়, তাহলে আমি বাংলা পড়ে কেন প্রকাশক কিংবা বাংলা হরফ বানাতে পারব না। আমার কৃতিত্বটা ওখানেই।”
সাধারণ সভায় ‘বাপুস: স্মার্ট বাংলাদেশ গঠনে দৃঢ়প্রত্যয়ী’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল।
সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক, দেশের ৬৪ জেলা ও উপজেলা শাখার নেতাসহ পুস্তক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটনের সভাপতিত্বে সমিতির সহ সভাপতি কায়সার-ই-আলম প্রধান, মির্জা আলী আশরাফ কাশেম, ওয়াহিদুজ্জামান সরকার জামাল, মাজহারুল ইসলাম, সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন ও উপদেষ্টা ওসমান গনি বক্তব্য রাখেন।