জ্যেষ্ঠ সচিব হলেন দুই কর্মকর্তা

তাদের দপ্তরে পরিবর্তন আনা হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 12:53 PM
Updated : 1 June 2023, 12:53 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া এবং বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তাদের আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।

তাদের নিয়ে জনপ্রশাসনে এখন জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

২০১২ সালে ‘সিনিয়র সচিব’ পদ সৃষ্টি করে সরকার। অষ্টম বেতন কাঠামোতে সচিবদের মূল বেতন ৭৮ হাজার টাকা নির্ধারিত থাকলেও জ্যেষ্ঠ সচিবদের মূল বেতন ধরা হয় ৮২ হাজার টাকা।

জ্যেষ্ঠ সচিবের চেয়ে সরকারের দুজন কর্মকর্তা বেশি বেতন পান। এরা হলেন মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তাদের মূল বেতন নির্ধারিত আছে ৮৬ হাজার টাকা।