অধ্যাপক পারভীন হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন সুলতানা কামাল।
Published : 06 Oct 2023, 12:56 AM
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার প্রতিষ্ঠানটির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১১৭তম সভায় তাকে এই পদে নির্বাচন করা হয়।
অধ্যাপক পারভীন হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন সুলতানা কামাল।
সুলতানা কামাল ইতিপূর্বে বিভিন্ন মেয়াদে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এবং ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘে আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সুলতানা কামাল মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরায় স্থাপিত ফিল্ড হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid0Df89qEFL6uoHSVrL3aodDeAUHAZ4steZtbyeQn7M1PhDnxj19jwhy5QCK4a9ptm1l