বিশ্ব ব্যাংকের এমডি আনা বেয়ার্দ ঢাকায়

তার সফরসঙ্গী হিসেবে আছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2024, 03:32 PM
Updated : 24 Feb 2024, 03:32 PM

বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন্স) আনা বেয়ার্দ একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

শনিবার রাত ৮টার দিকে তিনি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন এ মাহবুব।

ভারত সফর শেষে ঢাকায় আসা আনা বেয়ার্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকাল ৯টা ১৫ মিনিটে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে তার (আনা বেয়ার্দ) ধারাবাহিক বৈঠক শুরু হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী এবং পরে গভর্নরের সঙ্গে বৈঠকে বসবেন।”

আনা বেয়ার্দের সফরসঙ্গী হিসেবে আছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

স্বাধীনতার পর বাংলাদেশ যেসব উন্নয়ন সহযোগীর সমর্থন পেয়েছে, তার মধ্যে অন্যতম বিশ্ব ব্যাংক। এরপর থেকে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যার উল্লেখযোগ্য অংশ অনুদান কিংবা রেয়াতি ঋণ।