গত ৯ জুন রাতে নিজ বাসার পেছনে সাত্তারের ওপর হামলা হয়।
Published : 10 Feb 2024, 05:49 PM
শরীয়তপুরের একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
তারা হলেন, দেলোয়ার ওরফে দিলু মাদবর, মিলন ফকির ও আরিফ ফকির। তাদেরকে শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, পালং থানা এলাকায় সাত্তার ফকির হত্যা মামলার পলাতক আসামি তারা।
গত ৯ জুন রাতে নিজ বাসার পেছনে সাত্তারের ওপর হামলা হয়। তাকে লোহার রড, টর্চ লাইট, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। তার চিৎকারে পরিবারের লোকজন বের হলে তাদেরকেও মরধর করা হয়।
স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা সাত্তারকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর সাত্তারের স্ত্রী পালং থানায় মামলা করেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)