শিশুটির বয়স ছিল ২২ মাস।
Published : 02 Feb 2023, 07:18 PM
ঢাকার কাফরুলের ইব্রাহিমপুরে নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দাম্পত্য কলহের এক পর্যায়ে তিনি নিজের ২২ মাসের ছেলেকে আছাড় দেন বলে অভিযোগ উঠেছে। এতে শিশুটি মারা যায়।
গ্রেপ্তার মো. বায়েজিদ রিকশা চালান। তার বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগে স্ত্রী মাহমুদা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
কাফরুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, ইব্রাহিমপুরের সৃজনী সড়কে একটি টিনশেড বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন রিকশাচালক বায়েজিদ।
“আজ দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী মাহমুদার সঙ্গে কলহের সময় রেগে গিয়ে এক পর্যায়ে নিজের ২২ মাসের ছেলে রায়হানকে আছাড় মারেন বায়েজিদ। এতে শিশুটির মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তখন শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয় বলে এসআই হাসান জানান।