ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
Published : 18 Jan 2024, 09:01 AM
রাজধানীর হাতিরঝিল ও কাকরাইল এলাকায় দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুইজনের।
তাদের মধ্যে মোটরসাইকেল আরোহী জাসিদুল মিয়া জাহিদ (২৪) কুনিপাড়ায় একটি গাড়ির ধাক্কায় নিহত হন। আর পথচারী মোখলেসুর রহমান (৭৫) মারা যান কাকরাইল মোড়ে বাসের ধাক্কায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বুধবার রাত ১২টার দিকে জাহিদ ও তার সহকর্মী সৌরভকে (২৫) হাসপাতালে আনা হলে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। সৌরভ হাসপাতালে চিকিৎসাধীন।
জাহিদ ও সৌরভ তেজগাঁওয়ের সাতরাস্তায় 'পাটোয়ারী এলপিজি অটোমোবাইল' ওয়ার্কশপের কাজ করতেন। কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
তাদের সহকর্মী ওসমান জানান, মোটরসাইকেল চালাচ্ছিলেন জাহিদ। কুনিপাড়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।
এদিকে রাতে কাকরাইল মোড়ে ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় প্রাণ যায় পথচারী মোখলেসুর রহমানের।
তার ছেলে শামস ইবনে রহমান বলেন, তার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী (ইনকাম ট্যাক্স) এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনে তার চেম্বার। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে, ঢাকার মুগদাপাড়ায় তাদের বাসা।
মোখলেসুর রহমান কাকরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন; সে সময় পেছন থেকে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।
প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় ৭৫ বছর বয়সী এই বৃদ্ধকে। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার এসআই সফিজ উদ্দিন বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে, চালককেও আটক করেছে পুলিশ। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মোখলেসুর রহমানের মরদেহ।