২০২৪ সালের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের উক্ত সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে।
Published : 11 Feb 2024, 03:59 PM
কোভিড মহামারীর পর আস্তে আস্তে স্বাভাবিক সময়ে ফিরতে শুরু করেছে বড় দুই পরীক্ষা- এসএসসি ও এইচএসসি।
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আর ওই বছর এইচএসসি পরীক্ষা হবে জুনের দ্বিতীয় সপ্তাহে; যা ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী নেওয়া হবে।
সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের উক্ত সিলেবাসেই পরীক্ষা নেওয়া হবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)