আরএফইডির সভাপতি সায়েম, সম্পাদক হুমায়ুন

নির্বাচন কমিশন বিটের প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের নামে আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2024, 06:38 PM
Updated : 4 Feb 2024, 06:38 PM

নির্বাচন কমিশনের খবর সংগ্রহে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটি নির্বাচিত হয়েছে।

এটিএন বাংলার একরামুল হক সায়েম কমিটির সভাপতি ও আজকের পত্রিকার মো. হুমায়ুন কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আরএফইডি সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি) নতুন কমিটির সহসভাপতি এবং মো. আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ) যুগ্ম সম্পাদকের পদ পেয়েছেন।

এছাড়া মাসুদ রায়হান পলাশ (এনটিভি অনলাইন) অর্থ সম্পাদক, সাইদ রিপন (ঢাকা পোস্ট) সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান হাসিব (বিডি২৪লাইভ.কম) দপ্তর সম্পাদক, শাকিল আহমেদ (সময়ের আলো) প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির সদস্য হয়েছেন-হোমায়রা ফারুকী (ফ্রিল্যান্স), আ ন ম মুহিবুব জামান (ডেইলি সান), আরেফিন শাকিল (নিউজ২৪), মো. আল-আমিন (মানবজমিন) ও হেদায়েত উল্যাহ সীমান্ত (এসএ টিভি)।

সেরা প্রতিবেদনের পুরস্কার

নির্বাচন কমিশন বিটের প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের নামে আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু করেছে।

 ‘নির্বাচন ও গণতন্ত্র’ বিষয়ে পত্রিকা ক্যাটাগরিতে যুগান্তরের কাজী জেবেল এবং টেলিভিশন ক্যাটাগরিতে ডিবিসি নিউজের কাওসারা চৌধুরী কুমু ও বাংলানিউজের ইকরাম-উদ দৌলা এ পুরস্কার পেয়েছেন।

সকালে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সংগঠনটির ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।