স্ত্রীর মামলায় ৪ দিন কারাবাসের পর সিটি ব্যাংক চেয়ারম্যান কায়সারের জামিন

কায়সারের বিরুদ্ধে অভিযোগ, সই নকল করে স্ত্রীর শেয়ার হস্তান্তর করেন তিনি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 04:55 PM
Updated : 21 March 2023, 04:55 PM

স্ত্রী তাবাসসুম কায়সারের করা জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিন আবেদন মঞ্জুর করেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

একই বিচারক গত ১৬ মার্চ এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কায়সারকে কারাগারে পাঠিয়েছিলেনন।

উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন নিয়েছিলেন কায়সরার। সেই শর্ত ভঙ্গ করেছেন অভিযোগ করে বাদীপক্ষ গত ১৬ মার্চ জামিন বাতিলের আবেদন করলে তাতে সায় দিয়েছিল বিচারিক আদালত।

Also Read: স্ত্রীর মামলায় সিটি ব্যাংক চেয়ারম্যান কায়সার কারাগারে

কায়সার পারটেক্স গ্রুপের কর্ণধার, বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাসেমের ছেলে। তার স্ত্রী তাবাসসুম সিটি ব্যাংকের পরিচালক পদে রয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, কায়সার ব্যাংকের পরিচালক তাবাসসুমের সই নকল করে সিটি ব্যাংকে পারটেক্স গ্রুপের শেয়ার হস্তান্তর করেন।

তাবাসসুম ও কায়সারের সংসার জীবন ২৮ বছরের।

এই মামলায় যাওয়ার আগে কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে কায়সারের দাম্পত্য কলহের খবর আসছিল। এক পর্যায়ে কায়সার তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থও হন।