বিএনপির টানা হরতাল-অবরোধের মধ্যে পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়েছিল।
Published : 20 Nov 2023, 02:40 PM
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে হরতাল-অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন-নবী-খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহ সোমবার রাজধানীর নিউ মার্কেট থানার এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ওই টাকা না দিলে তাদের আরো এক মাসের কারাভোগ করতে হবে।
এছাড়া দণ্ডবিধি ৩২৩ ধারায় আসামিদের এক বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অর্থদণ্ডের টাকা অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায়, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক। সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল ও রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের প্রথমভাবে টানা তিন মাস হরতাল-অবরোধ করে। সে সময় নাশকতা ও সংঘর্ষের বিভিন্ন ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মামলা হয়। নিউ মার্কেট থানার এ মামলা তারই একটি।
মামলার অভিযোগে বলা হয়, হরতাল-অবরোধ চলাকালে নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে আসামিরা। পরে নিউ মার্কেট থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মোট পাঁচজনের সাক্ষ্য শুনে সোমবার রায় দিলেন বিচারক।