Published : 16 Mar 2023, 07:42 PM
ব্যয় বেড়ে যাওয়ায় এখনও নির্দিষ্ট কোটা পূরণ হয়নি এবারের হজের; যে কারণে নিবন্ধন সময় আরেক দফা বাড়িয়ে ২১ মার্চ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চতুর্থ দফায় সময় বাড়ানোর তথ্য জানানো হয়।
এর আগে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী যে পরিমাণ ব্যক্তি হজে যেতে পারবেন সেই কোটা থেকে এখন পর্যন্ত ১৭ হাজার কম নিবন্ধন হয়েছে।
তিনবার সময় বাড়ানোর পর ১৬ মার্চ বৃহস্পতিবার ততৃীয় দফা নিবন্ধনের সময় বিকাল চারটায় শেষ হয়।
হজ: বিমান ভাড়া ৪৮ হাজার টাকা কমানোর সুপারিশ
তৃতীয় দফায় বাড়ল হজ নিবন্ধনের সময়
সময় বাড়ালেও হজের নিবন্ধনে ভাটা
এদিন সন্ধ্যা পৌনে সাতটায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হজে যেতে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৯ হাজার ৬৮৩ জন। বেসরকারি ব্যবস্থাপনায় এ সংখ্যা এক লাখ ৪৭৩ জন।
চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন।
এ দফায় শেষ দিন পর্যন্ত এক লাখ ১০ হাজার ১৫৬ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজে খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
এ অঙ্ক গতবারের চেয়ে দেড় থেকে দুই লাখ টাকা বেশি, যা দেখে হজের ইচ্ছা পূরণ করতে পারছেন না বলে অনেকেই জানিয়েছেন।
বেসরকারিভাবে হজে এবার খরচ বাড়ছে দেড় লাখ টাকা
বেসরকারিভাবে হজে এবার খরচ বাড়ছে দেড় লাখ টাকা
এমন পরিস্থিতি বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হজের ব্যয় বাড়ায় হজ যাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে।
চাঁদ দেখার সাপেক্ষে এবার হজ হতে পারে ২৭ জুন।