“উনার বাম পায়ের প্রায় সব আঙ্গুলগুলো থেতলে গেছে; বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে,” বলেন আনু মুহাম্মদের এক বন্ধু।
Published : 21 Apr 2024, 03:36 PM
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
রোববার বেলা ১১টার দিকে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলাউদ্দিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার দুই পায়ের পাতা আঘাতপ্রাপ্ত। বিশেষ করে আঙুলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। চিকিৎসা চলছে।
“আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে উনার চিকিৎসা শুরু করেছি। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকেও চিকিৎসকরা এসেছেন।”
দিনাজপুরের ফুলবাড়িয়া থেকে রোববার সকালে একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন তেল, গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। খিলগাঁওয়ে পৌঁছানোর পর ধীরে চলা ট্রেন থেকে নামার সময় তিনি পা পিছলে পড়ে যান।
তার বন্ধু বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার বাঁ পায়ের প্রায় সব আঙ্গুল থেঁতলে গেছে। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান পায়ের বুড়ো আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন উনাকে অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা ঋতু জানান, একটি স্মরণসভায় যোগ দিতে শুক্রবার দিনাজপুর গিয়েছিলেন আনু মুহাম্মদ। সেখান থেকে একতা এক্সপ্রেসে ঢাকায় ফিরছিলেন তিনি।