অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র বন্ধে অভিযানের মধ্যেই এ নির্দেশনা এল।
Published : 02 Sep 2022, 01:47 PM
রোগী সেবা নিশ্চিত এবং অনিয়ম বন্ধে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে তাদের লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) মো. বেলাল হোসেনের স্বাক্ষরে পাঠানো এক আদেশে বলা হয়, “দেশের সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি ডিসপ্লে করতে হবে। নয়ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডা. বেলাল হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীদের সেবা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোয় স্বচ্ছতা আনতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।“
অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে গত ২৯ অগাস্ট থেকে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ প্রসঙ্গে ডা. বেলাল বলেন, “আমরা যখন অভিযানে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানের নিবন্ধন নাই। যদি নিবন্ধন না থাকে, তাদের সহজেই আমরা চিহ্নিত করতে পারব।“
“আইনগত ব্যবস্থা অনেক আছে, প্রথমে সতর্ক করা হবে। যদি দেখি লাইসেন্স আছে, তাহলে তা টানাতে হবে, আর যদি লাইসেন্স না-ই থাকে, তাহলে আমরা সেটা বন্ধ করে দেব।
অনুমোদন ছাড়াই চিকিৎসা সেবা দেওয়ায় ৩১ অগাস্ট পর্যন্ত তিনদিনে সারাদেশে ৭০০ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, জরিমানা আদায় করা হয়েছে ১১ লাখ ৫ হাজার টাকা।
এর আগেও গত মে মাসে অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে ১ হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়।