রাজধানীর শাহ্ আলী থানার নবাবের বাগ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৮ জন।
রোববার দুপুর দুইটার দিকে ওই এলাকার বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর মোট ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।
এর মধ্যে এক কলেজছাত্রসহ তিনজন হাসপাতালে মারা যান বলে শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মিরপুর কমার্স কলেজের শিক্ষার্থী জোবায়ের এবং রুবেল (৪৫) নামের একজন
হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান।
ওসি আমিনুল জানান, রাত পৌনে ১০টার দিকে নির্মাণ শ্রমিক মিলন গাজী (৫০) মারা যান।
দুর্ঘটনায় যারা আহত হয়েছিলেন, তারা প্রত্যেকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চলে গেছেন বলে জানান তিনি।
লেগুনাটির চালক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানান ওসি।
পুলিশ জানায়, লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে এবং কিরণমালা নামের বাসটি মিরপুর থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল।
এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ বাস আটক করেছে। পলাতক বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুল।