এর আগে গত ১ জুলাই এসব ট্রেনের ভাড়া ৬৫৫ টাকা পর্যন্ত বাড়িয়েছিল রেলওয়ে।
Published : 09 Oct 2023, 12:23 AM
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ডলারের বিনিময় হার ও ভ্রমণ কর বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হচ্ছে, যা আগামী ১০ নভেম্বর থেকে কার্যকর হবে।
এ তিন ট্রেন হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন।
এবার এসব ট্রেনের কোচের বিভিন্ন শ্রেণি অনুযায়ী সামান্য পরিমাণে ভাড়া বাড়ছে, যার পরিমাণ ৩৫ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এর আগে গত ১ জুলাই এ তিন ট্রেনের ভাড়া ৬৫৫ টাকা পর্যন্ত বাড়িয়েছিল রেলওয়ে।
গত ৫ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের উপ পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খানের সই করা প্রজ্ঞাপনে এ তিন ট্রেনের ভাড়া বাড়ানোর কারণ হিসেবে ‘ডলারের মূল্যমান ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধি পাওয়ায়’ কথা বলা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের একটি এসি সিটের ভাড়া হবে চার হাজার ৯০০ টাকা এবং একটি এসি চেয়ারের ভাড়া হবে তিন হাজার ৬০০ টাকা। বর্তমানে এসি সিটের ভাড়া চার হাজার ৭৯৫ টাকা এবং এসি চেয়ারের একটি সিটের ভাড়া তিন হাজার ৫৩০ টাকা।
ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেসের একটি এসি বার্থের ভাড়া হবে ছয় হাজার ৭২০ টাকা, যা বর্তমানে ছয় হাজার ৫৭০ টাকা। এসি সিট ভাড়া চার হাজার ২৯০ টাকা, বর্তমানে যা চার হাজার ১৭৫ টাকা। এছাড়া একই রুটে এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৭৮৫ টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৮৬০ টাকা করা হয়েছে।
খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের এসি সিটের বাড়িয়ে দুই হাজার ৯৫০ টাকা করা হচ্ছে। বর্তমানে যা দুই হাজার ৯০০ টাকা। এ রুটের এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৩০০ টাকা করা হচ্ছে। বর্তমানে যা ২ হাজার ২৬৫ টাকা।