বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে রাজধানীতে ৬৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, ২৮ অক্টোবর পরবর্তী দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচির নামে ৬৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
“আগুন দেওয়ার সময় হাতেনাতে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নীচে থেকে অগ্নিসংযোগ করেছে।”
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পেট্রোল, গান পাউডার, তুলা, পুরনো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “যে দল কর্মসূচি ঘোষণা করেছে, সে দলের অঙ্গ সংগঠনের সঙ্গে তারা জড়িত।”
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর হরতাল ও তিন দফা অবরোধে সারা দেশেই গাড়িতে আগুন দেওয়া ঘটনা ঘটেছে।
এসব অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছে জানিয়ে খ. মহিদ উদ্দিন বলেন, গত ২৯ অক্টোবর, ভোর সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নাঈম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন রবিউল ইসলাম (২৫) নামের আরেক যুবক। তারা দুজনই অছিম পরিবহন চালকের সহকারী ছিলেন।
মহিদ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের কোনো আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে গাড়িতে আগুন দিয়ে জানমালের ক্ষতি বরদাস্ত করা হবে না।