সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল ঘিরে ১৫ ঘণ্টায় সারাদেশে বাস-ট্রাক-ট্রেনসহ ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, শনিবার সন্ধ্যা ৬ থেকে রোববার সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন জেলায় এসব অগ্নিসংযোগের খবর পান তারা।
এর মধ্যে ঢাকা নগরে পাঁচটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও জয়পুরহাটে তিনটি, চট্টগ্রামের ফেনী ও কুমিল্লায় দুটি এবং ময়মনসিংহের জামালপুর একটি অগ্নি নাশকতার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলছে, ‘দুর্বৃত্তদের' দেওয়া আগুনে বাস পুড়েছে ছয়টি, আর ট্রাক একটি। এছাড়া জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে দেওয়া আগুনে তিনটি বগি পুড়ে গেছে।
এসব যানবাহন ছাড়াও একটি কভার্ড ভ্যান, একটি অটোরিকশা এবং একটি পিকআপ পুড়িয়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের ১০৭ জন সদস্য এসব ঘটনায় আগুন নেভাবে কাজ করেছেন বলে জানান তালহা বিন জসীম।
পাঁচ দফা অবরোধের পর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে রোববার সকাল ৬টায়, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
বিএনপির এই আন্দোলনের শুরু ২৮ অক্টোবর নয়া পল্টনে দলটির মহাসমাবেশ ঘিরে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে প্রথম দফার অবরোধ করে তারা। এরপর সব মিলিয়ে পাঁচ দফায় ১১ দিন অবরোধের পর রবি ও সোমবার ডাকে ৪৮ ঘণ্টার হরতাল।
বিএনপির ডাকা হরতাল-অবরোধে সমমনা দলগুলোও সমর্থন দিচ্ছে। এছাড়া বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি দিয়েছে।
এই হরতাল-অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার খবর আসছে। তাতে হতাহতের ঘটনাও ঘটেছে।