অনলাইনে জুয়ার ফাঁদ, গ্রেপ্তার ৪

নিশাত মুন্নার নেতৃত্বে এই চক্রের ৭-৮ জন সদস্য বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের প্রচার, অ্যাকাউন্ট খোলা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন, হুন্ডির মাধ্যমে দেশের বাইরে অর্থ পাঠিয়ে আসছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 08:28 AM
Updated : 24 Oct 2023, 08:28 AM

অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর মালিবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নিশাত মুন্না (২০), কামরুল ইসলাম শুভ (২৭), সুমন (৩৫) এবং নাজমুল হোসেন বাবু (৩১)।

নিশাত মুন্না এই চক্রের মূল হোতা বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

তিনি বলেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিষয়ের ছাত্র নিশাত মুন্না দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপের বিজ্ঞাপন দেখে অনলাইন জুয়ায় আসক্ত হন।

গ্রেপ্তার কামরুল স্নাতক শেষ করে একটি মোবাইল কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে বেশ কিছুদিন চাকরি করেন। সুমন রাজধানীর মালিবাগে স্টেশনারি ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা এবং নাজমুল নোয়াখালীতে থাই গ্লাস ও মোবাইল ব্যাংকিং ব্যবসা করেন।

মঙ্গলবার কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিয়মিত মনিটরিংয়ে অনলাইন জুয়ার বিষয়টি র‌্যাবের সাইবার টিমের নজরে আসে।

এরপরই দেশের বাইরে থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের কার্যক্রম দেশে পরিচালনার সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

“চলমান ক্রিকেট বিশ্বকাপ ঘিরে এই চক্রটি বেশ সক্রিয় হয়ে উঠে এবং এরইমধ্যে এই জুয়ার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আয় করেছে তারা। তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, ১৮টি সিম কার্ড এবং মনিটরসহ একটি কম্পিউটার জব্দ করা হয়।”

র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, নিশাত মুন্নার নেতৃত্বে এই চক্রের ৭-৮ জন সদস্য বিভিন্ন অনলাইন জুয়ার সাইটের প্রচার, অ্যাকাউন্ট খোলা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন, হুন্ডির মাধ্যমে দেশের বাইরে অর্থ পাঠিয়ে আসছিল।