বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের নতুন কমিটি গঠন।
Published : 28 Oct 2023, 08:17 AM
উত্তরাধিকার এবং বিবাহ বিচ্ছেদে নারীদের বঞ্চিত করার অবসান ঘটাতে হিন্দু আইন সংস্কারে সরকারসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা চেয়েছেন একটি অনুষ্ঠানের বক্তারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শুক্রবার ‘বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের’ দ্বি-বার্ষিক সম্মেলনে তারা এ কথা বলেন।
হিন্দু আইনে নারীর উত্তরাধিকার এবং বিবাহ বিচ্ছেদে বৈষম্য দূর করার লক্ষ্যে ‘বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ’ আন্দোলন করছে।
হিন্দু আইন সংস্কার আন্দোলনের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মজয়ন্তীর যুগপৎ আয়োজন হিসেবে এই সম্মেলনের মূলভাব নির্ধারণ করা হয়েছে ‘বিদ্যাসাগরের পথ ধরে’।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক।
বিশেষ অতিথি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথও উপস্থিত ছিলেন না।
আগত অন্য অতিথিদের নিয়ে সকাল ১১টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
‘বিদ্যাসাগরের পথ ধরে’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। শুভেচ্ছা বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল ও আইনজীবী সেলিম আহমেদ।
পরিষদের সভাপতি ময়না তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পুলক ঘটকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, মহিলা পরিষদ নেত্রী দিপালী চক্রবর্তী, অ্যাডভোকেট দীপ্তি সিকদার, বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ নেতা সুভাষ সাহা ও অশোক ধর। বিভিন্ন জেলা থেকে আসা সংগঠকরাও বক্তব্য দেন।
দুপুর আড়াইটার দিকে নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নতুন কমিটির নেতৃত্বেও থাকছেন ময়না তালুকদার এবং পুলক ঘটক।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)