দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় আছে আর ৩ দিন।
Published : 27 Nov 2023, 11:48 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার ২০টি আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ১৫৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আগ্রহীরা।
এর মধ্যে ঢাকা-১৪ আসনে সর্বোচ্চ ২৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। তবে কোনো আসনেই কেউ মনোনয়নপত্র জমা দেননি।
সোমবার ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, রিটার্নিং অফিসারের কাছ থেকে ৪৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আর সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রার্থীরা নিয়েছেন ১০৬টি মনোনয়নপত্র।
এর মধ্যে ঢাকা-১ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন ৩ জন, ঢাকা-২ আসনে ৪ জন, ঢাকা-৩ আসনে ৫ জন, ঢাকা-৪ আসনে ৮ জন, ঢাকা-৫ আসনে ১৩ জন, ঢাকা-৬ আসনে ৬ জন, ঢাকা-৭ আসনে ৬ জন, ঢাকা-৮ আসনে ১৩ জন, ঢাকা-৯ আসনে ৩ জন এবং ঢাকা-১০ আসনে ৭ জন মনোনয়নপত্র নিয়েছেন।
ঢাকা-১১ আসনে এই সংখ্যা ৭, ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র নিয়েছেন ৫ জন, ঢাকা-১৩ আসনে ৫ জন, ঢাকা-১৪ আসনে ১৪ জন, ঢাকা-১৫ আসনে ৭ জন, ঢাকা-১৬ আসনে ৬ জন, ঢাকা-১৭ আসনে ১৩ জন, ঢাকা-১৮ আসনে ৬ জন, ঢাকা-১৯ আসনে ৬ জন এবং ঢাকা-২০ আসন থেকে ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
এ পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া ১৫৫ জনের মধ্যে ৩৯ জন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। সোমবার পর্যন্ত ঢাকায় কেউই মনোনয়নপত্র জমা দেননি। হাতে সময় আছে আর তিন দিন।
মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা ৪ থেকে ১৮ আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ঢাকা বিভাগীয় কমিশনার।